নির্ভয়া-কাণ্ডে ৪ আসামির ফাঁসি শুক্রবার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 14:39:51

ফাঁসির আগের দিন নির্ভয়া মামলার আসামিদের পিটিশন খারিজ করে দিয়েছেন দিল্লি আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এনডিটিভি জানায়, তিহার জেলে ফাঁসির প্রস্তুতি শুরু হয়েছে। চার আসামির ফাঁসি শুক্রবার ভোর সাড়ে ৫টায় কার্যকর হবে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন- মুকেশ সিংহ (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও অক্ষয়কুমার সিংহর (৩১)।

নির্ভয়া-কাণ্ডের চার দোষীর একজন পবন গুপ্তার কিউরেটিভ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট।

এ নিয়ে বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ বলেছেন, আমাদের বিচারে কোনও গ্রহণযোগ্য আবেদনই নয় এটা। পবনের যুক্তি ছিল, সে নাবালক। শীর্ষ আদালত তার নাবালক হওয়ার দাবি নাকচ করে দিয়েছিল গত ২০ জানুয়ারি। সেই রায়কে সে চ্যালেঞ্জ জানিয়ে কিউরেটিভ পিটিশন পেশ করে। সেই রায়কে সে চ্যালেঞ্জ জানিয়ে কিউরেটিভ পিটিশন পেশ করে।

আদালত জানিয়েছেন, শুক্রবার নির্ধারিত সময়েই ফাঁসি হচ্ছে আসামিদের।

উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী নির্ভয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও অত্যাচার করা হয়। গুরুতর আহত অবস্থায় ১৩ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান নির্ভয়া।

এ সম্পর্কিত আরও খবর