শিলা বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 04:33:50

শিলাসহ বজ্রবৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।

শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই নয়াদিল্লিতে বৃষ্টি হচ্ছে। তবে বিকেল থেকে এই শিলাবৃষ্টি হচ্ছে বলে এনডিটিভি নিশ্চিত করেছে।

এদিকে হঠাৎ এই শিলা বৃষ্টিতে অফিস ফেরত মানুষ ও পথচারীরা বেশি বিপাকে পড়েছে। শিলাবৃষ্টিতে রাস্তা ও বাড়ির মধ্যে খোলা স্থানে বরফের আস্তরণ পড়েছে। রাস্তায় দেখা দিয়েছে যানজট।

ছবি: সংগৃহীত

নয়াদিল্লির অনেকেই এই শিলাবৃষ্টির ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

দেশটির আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সন্ধ্যায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিল্লিতে তাপমাত্রা কমে ২৭ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর