করোনাভাইরাসের মধ্যেই ইতালিতে ভূমিকম্প

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 11:13:16

করোনায় আক্রান্ত ইতালিতে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে। ইতালির উত্তরাঞ্চলের তুশকানি অঞ্চলে ২ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মানুষজন ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসে।
 
ইতালির ভূতত্ত্ব ও আগ্নেয়গিরিবিষয়ক ইনস্টিটিউট বলেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৬ মাত্রা। স্থানীয় সময় ২টা ১৭ মিনিটে এটি আঘাত হানে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুশকানির লুসা প্রদেশের পাঁচ মাইল ভূগর্ভে। প্রাথমিকভাবে ভূমিকম্পের আঘাতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ইতালিতে করোনাভাইরাসের কারণে দেশের ৬ কোটি মানুষ অনেকটাই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ৪৬৩ জন নাগরিক মৃত্যুবরণ করেছেন। আর আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭২ জন।

এ সম্পর্কিত আরও খবর