চীনে কোয়ারেন্টাইন ভবন ধস, ৫২ ঘণ্টা পর মা-ছেলে উদ্ধার

এশিয়া, আন্তর্জাতিক

চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:14:20

চীনের কোয়ারেন্টাইন হাসপাতাল ধসের ঘটনার ৫২ ঘণ্টা পর মা-ছেলেকে উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা।

গত শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় করেনাভাইরাস আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত ওই অস্থায়ী হোটেল ভবনটি ধসে পড়ে। ওই ঘটনায় ২০ জন নিহত হন।

এদিকে, ৫২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা থাকার পর সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় মা ও তার ১০ বছয় বয়সী ছেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে এবং আরও ১০ জন আটকে রয়েছে বলে জানিয়েছে চায়না ডেইলি।

এ ঘটনায় ৮০০ উদ্ধার কর্মী ও ৭টি বিশেষ কুকুর উদ্ধার কাজে সাহায্য করছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যমগুলো।

এ সম্পর্কিত আরও খবর