চেক প্রজাতন্ত্রে করোনাভাইরাসের রোগী শনাক্ত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 01:41:14

প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। সে সংখ্যায় এবার যুক্ত হয়েছে পূর্ব ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। দেশটিতে তিনজনের শরীরের করোনাভাইরাস পাওয়া গেছে।

রোববার (১ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম ভোজটেক এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, চেক প্রজাতন্ত্রের তিনজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যারা সম্প্রতি ইতালি ভ্রমণ করে এসেছে।

প্রাণঘাতী এই করোনাভাইরাস এ পর্যন্ত ৫৬টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং মৃত্যুতে ইরান। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৯৩ এবং মৃত্যু ৪৩ জনের।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৫২৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪১ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ সম্পর্কিত আরও খবর