করোনা ভয়ে দুবাই-শারজাহ’র ফ্লাইট বাতিল করল বাহরাইন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 21:49:30

করোনা আতঙ্কে দুবাই এবং শারজাহ এয়ারপোর্ট থেকে ৪৮ ঘণ্টার জন্য সকল ফ্লাইট বাতিল করেছে বাহরাইন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাহরাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ টুইট করে ফ্লাইট বাতিলের ঘোষণা করে।

বাহরাইন সরকার বলছে, কোভিড ১৯ থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সকল যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। কারো মধ্যে লক্ষণ দেখা গেলে তাকে দ্রুত আইসোলেট করে চিকিৎসা দেওয়া হবে।


সোমবার বাহরাইন, কুয়েত, ওমান এবং ইরাকে প্রথমবারের মতো করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলো করোনা রোধে নানা পদক্ষেপ নিচ্ছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে থাকে প্রাণঘাতী এ ভাইরাস। এ পর্যন্ত করোনায় দুই হাজার ৭শ প্রাণহানি ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৮০ হাজারেরও বেশি।

এ সম্পর্কিত আরও খবর