ইমরান খানই হতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-18 20:31:29

পাকিস্তানের ইতিহাসের দ্বিতীয় সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে সাবেক ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেনাসমর্থিত ইমরানই হচ্ছেন পাকিস্তানের আগামী সরকারের প্রধানমন্ত্রী, এমনটাই প্রচার করছে পাকিস্তানী গণমাধ্যমগুলো।

২৫ জুলাই নির্বাচনের রাতেই পাঞ্জাবসহ বিভিন্ন প্রদেশে ইমরান খানের সমর্থকেররা বিজয় মিছিল করে।

মোট ২৭২ টি আসনের মধ্যে ইমরান খানের দল ১১3 টি আসনে জয় পেয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী ডন এর অনলাইন সংস্করণ।

তবে ভোটগ্রহণ এখনো শেষ হয়নি। একক দল সরকার গঠন করতে চাইলে কমপক্ষে ১৩৭ টি আসন পেতে হবে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল থেকে দেখা যাচ্ছে পিটিআই ১১৩ টি, পাকিস্তান মুসলিম লীগ ৫৬ টি, পাকিস্তান পিপলস পার্টি ৪৩ টি, এমকিউএম ৫ টি, এমএমএ ৯টি আসন লাভ করেছে।

মোট ৪৭ শতাংশ গণনাকৃত ভোটের মধ্যে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদেও ইমরানের পিটিআই ১২২ টি আসন পেয়েছে।

পাঞ্জাবকে ভাবা হতো মুসলিম লীগের ঘাঁটি। সেই পাঞ্জাব থেকেই মূলত ইমরান খানের উত্থান। পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের দেশব্যাপী রয়েছে ব্যাপক সমর্থন। এর সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান আর্মির সমর্থন।

ফলে সোনায় সোহাগা- তাই ধরেই নেওয়া হচ্ছে ইমরান খানই হচ্ছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী। এখন দেখার বিষয় রাষ্ট্র কতটা স্থিতিশীল থাকে।

ইতোমধ্যে পিটিআই ছাড়া সকল রাজনৈতিক দল নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ এনেছে। তারা দেশের স্বার্থে এই নির্বাচনী ফলাফলকে বয়কট করে নতুন কিছু করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছে।

তবে নির্বাচনের মধ্যে বা শেষে ইমরান খান এখনো গণমাধ্যমের মুখোমুখি হননি।

তিনি কি ক্রিকেট মাঠের মত দক্ষ হাতে পাকিস্তান রাষ্টকে পরিচালিত করতে পারবেন? পাকিস্তান সেনাবাহিনীর অনুগত থেকে কতদিন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে পারবেন?

নওয়াজ শরীফও তো একসময় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে প্রণয় করেছিলেন। সেই প্রণয়ের পরিসমাপ্তি ঘটেছে কারাগারে গিয়ে।

জনপ্রিয় ইমরানের সঙ্গে পাক আর্মি এমন করবে ? করলেও তা কতদিন পরে তা দেখতে আরো কিছু মাস বা বছর অপেক্ষা করতে হবে।

আপাতত পূর্ণাঙ্গ নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ইমরান খানের মত পুরো বিশ্ব। 

 

এ সম্পর্কিত আরও খবর