পাকিস্তানে ভোট গ্রহণ শেষ

এশিয়া, আন্তর্জাতিক

  আন্তর্জাতিক ডেস্ক   | 2023-08-26 18:03:32

পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় এ ভোটগ্রহণ শেষ করে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে যেসব ভোটার ভোটকেন্দ্রের ভেতরে ছিল এখন তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর কিছু কিছু কেন্দ্রের ভোটগণনা শুরু হয়ে গেছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সন্ধ্যা ৭ টার আগে কোন কেন্দ্রের ফলাফল প্রকাশ করা যাবে না।

বুধবার (২৫ জুলাই) সকাল আটটা থেকে ভোটগ্রহণ একযোগে শুরু হয়। ভোটের সময় কিছু কিছু সহিংসতা, হাতাহাতির খবর পাওয়া গেলেও সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হয়েছে পাকিস্তানের কোয়েটার পূর্বাঞ্চলীয় বাইপাস এলাকার একটি ভোটকেন্দ্রে।

ভয়াবহ আত্নঘাতী বোমা হামলায় শোকে স্তব্ধ গোটা পাকিস্তান। দেশটির সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটে। সকাল ১১ টার দিকে হওয়া ওই আত্নঘাতী হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও আরো ৬০ জন আহত হয়েছেন।

নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লীগ ও তেহরিক ই ইনসাফ দলের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় পরিষদে আসন সংখ্যা ২৭২ টি এবং চারটি প্রাদেশিক পরিষদের জন্য ৫৭৭ টি বরাদ্দ। নির্বাচনে কম করে হলেও ৫০ টি ধর্মীয় ও রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এ সম্পর্কিত আরও খবর