করোনা ভাইরাস: চীনে সব ফ্লাইট বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:04:59

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনের মূল ভূখণ্ডে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

বুধবার (২৯ জানুয়ারি) প্লেন কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, চীনের সব ফ্লাইট সাময়িকভাবে স্তগিত করা হল। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে ক্ষমা চাইছি। গ্রাহক এবং ক্রুদের নিরাপত্তা সর্বদা আমাদের অগ্রাধিকারের প্রথম দিকে থাকে।

যুক্তরাজ্যের হিথ্রো বিমান বন্দর থেকে সাংহাই এবং বেইজিংয়ে প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করে ব্রিটিশ এয়ারওয়েজ। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে সব ফ্লাইট বাতিল করল তারা।

চীনে ভ্রমণে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর থেকে নাগরিকদের সতর্ক করার পরেই ব্রিটিশ এয়ারওয়েজ থেকে এই ঘোষণা আসলো।

এছাড়া যুক্তরাজ্য সরকার  হুবেই প্রদেশ, উহান শহর ও এর আশেপাশের থেকে ৩০০ ব্রিটিশদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। আর অস্ট্রেলিয়া পরবর্তী দুই সপ্তাহের মধ্যে চীনের মূল ভূখণ্ডের বারশ মেইল দূরে ক্রিসমাস দ্বীপে তাদের ৬০০ নাগরিককে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এছাড়া জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো চীনে আটকে পরা তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহর থেকে কয়েকশ বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছে ১৩২ জন। এছাড়া আক্রান্ত হয়েছে ছয় হাজারের অধিক মানুষ। এছাড়া চীনের বাইরে ১৬টি দেশে ৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর