দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ায় বৃষ্টি

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-15 20:08:05

দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ায় আবার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দাবানলে বিধ্বস্ত পূর্ব অস্ট্রেলিয়ায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বাতাস আদ্রতাও রয়েছে। সামনের দিকে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

গত বছরের সেপ্টেম্বর থেকে চলে আসা দাবানলে এখন পর্যন্ত মারা গেছে ২৮ জন ও পুড়ে গেছে দুই হাজারের মত বাড়িঘর। এছাড়া এক বিলিয়নের বেশি প্রাণী মারা গেছে ও ১০ মিলিয়ন হেক্টর বনভূমি পুড়ে গেছে। যা পুর্তগালের থেকেও বড়।

তীব্র গরম ও বজ্রপাত এই দাবানলকে আরও সংকটের দিকে নিয়ে গেছে।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিউ সাউথ ওয়েলস, সিডনি ও ভিক্টোরিয়া প্রদেশে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের ডাউনপোরস এখন পর্যন্ত ভয়াবহ আগুন জ্বলেছে। ধারণা করা হচ্ছে বৃষ্টির ফলে সেখানকার কয়েক ডজন দাবানল নিয়ন্ত্রণে আনা যেতে পারে।

 

নিউ সাউথ ওয়েলসের দমকল বাহিনী সোশ্যাল মিডিয়ায় বৃষ্টিসহ একটি ভিডিও পোস্ট করে জানায়, নিউ সাউথ ওয়েলসের দমকল কর্মীদের ত্রাণ এখানে রয়েছে। যদিও এই বৃষ্টিপাত সমস্ত আগুন নিভিয়ে দেবে না।

এই বৃষ্টির আগে নিউ সাউথ ওয়েলসে ৩০টির মত দাবানল নিয়ন্ত্রণের বাইরে ছিলো।

এদিকে বৃষ্টিতে স্বস্তিতে রয়েছে অঞ্চলটির জনগণ। তবে তারা আরও বৃষ্টি চায়।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে চলে আসা দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিজ্ঞানীরা। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার গড় তাপমাত্রা ছিলো ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি

এ সম্পর্কিত আরও খবর