স্পেনে রাসায়নিক কারাখানায় বিস্ফোরণ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 18:19:39

স্পেনে রাসায়নিক কারাখানা বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের তারাগোনা শহরে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

তারাগোনা শহরের দমকল বাহিনী টুইটারে এক পোস্টে জানায়, মঙ্গলবারের বিস্ফোরণে পাশের একটি ভবন ভেঙ্গে পড়ে। এতে ভবনটির নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে।

এ বিষয়ে স্পেনের কাতালোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় আটজন শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজন নিখোঁজ রয়েছে।

এদিকে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য ২০টি দমকল বাহিনীর গাড়ি, ১১টি এ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

দেশটির সিভিল ডিফেন্স সংস্থা আশেপাশের লোকজনকে দরজা ও জানালা বন্ধ করে নিজ ঘরে অবস্থান করতে আহ্বান জানিয়েছে। তবে বিস্ফোরণের পর কোনো ধরনের বিষাক্ত কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কাতালান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর