ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভাঙছে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 03:46:34

ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি কর্তৃপক্ষ সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান এ তথ্য জানায়।

সংবাদের প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বাতিল হতে যাচ্ছে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যে অস্থিরতা চলমান ছিল এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেটি আরও চাঙ্গা হলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পরমাণু চুক্তি সম্পূর্ণ বাতিল হতে পারে। এতে তেহরানের ওপর আবারও ইউরোপীয় নিষেধাজ্ঞা চালু হবে।

এ নিয়ে ইউরোপের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানে চলমান দ্বন্দ্ব থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরান এখন যে পথে এগোচ্ছে তাতে এক বছরের মধ্যে পারমাণবিক বোমার অধিকারী হতে যাচ্ছে তারা।

পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ছয়টি দেশ- জার্মানি, ইরান, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

২০১৫ সালে ইরান বিশ্বের ছয়টি দেশের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া, অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলো ছিল এই চুক্তির অংশীদার। তবে চুক্তি ভেঙে ইরান ইউরেনিয়ামের (চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার) মজুদ বাড়াতে থাকে। ২০৩১ সাল পর্যন্ত ইরানকে কেবলমাত্র কম সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে, যার মাত্রা হবে তিন থেকে চার শতাংশ। কিন্তু এই প্রতিশ্রুতি ভঙ্গ করায় মূলত এসব দেশগুলো চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন।  

এ সম্পর্কিত আরও খবর