পাকিস্তানের একটি মসজিদে বোমা হামলা, নিহত ১৩

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:56:13

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে কুয়েটা শহরের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) এ বিস্ফোরণ ঘটে বলে দেশটির পুলিশ রয়টার্সকে জানায়।

পুলিশ জানায়, ইরান আফগানিস্তান সীমান্ত শহর বেলুচিস্তানের রাজধানী শহরের একটি মসজিদে বিস্ফোরক যন্ত্র (বোমা) রাখা ছিল, যা বিস্ফোরিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

শুক্রবার মাগরিবের নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। এটি এ সপ্তাহের মধ্যে কুয়েটায় দ্বিতীয় দফা বিস্ফোরণ।

স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াসিম বাইগ রয়টার্সকে জানান, হাসপাতালে ১৩টি মৃতদেহ ও ২০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এদের মধ্যে হাজি আমানুল্লাহ নামক একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছে যার ছেলে গত সপ্তাহে নিহত হয়।

পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, প্যারা-মিলিটারি সৈন্যরা একটি অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। 

এ সম্পর্কিত আরও খবর