ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে তাদের চড় মারা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আহাতুল্লাহ আলী খামেনি। বুধবার (৮ জানুয়ারি) কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে খামেনি এ কথা বলেন।
তিনি বলেন, গতরাতে হামলা চালিয়ে আমরা মার্কিনিদের চড় মেরেছি। আর আমাদের হামলা সফল হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোটা অঞ্চলে আমেরিকার উপস্থিতির দিন শেষ করে দেওয়া। তারা এই অঞ্চলে যুদ্ধ, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ নিয়ে এসেছে। বিভিন্ন দেশের অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে।
আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের
এসময় ইরানের উৎসাহিত জনতা স্লোগান দিতে থাকে আমেরিকার মৃত্যু হোক।
খামেনি ইরাক সরকারের প্রশংসা করে বলেন, ইরাক সরকার মার্কিন সেনাদের বহিষ্কারের বিষয়ে সংসদে যে বিল পাস করেছে তা প্রশংসনীয়। ইরানের পার্লামেন্ট মার্কিন বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়ে ভালো কাজ করেছে।
আরও পড়ুন: আত্মরক্ষার্থে হামলা: ইরান
প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে ইরাকের আইন-আল-আসাদ ও ইরবিল বিমান ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ড। এ হামলায় ৮০জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। কিন্তু হামলার পর সবাই ভালো আছে বলে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের আকাশ পথ ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা