অস্ট্রেলিয়ার দাবানলে ৫০ কোটি প্রাণীর মৃত্যু!

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:52:03

দিন দিন বেড়েই চলছে অস্ট্রেলিয়ার দাবানলের পরিধি। চলমান এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস। প্রতিদিন দাবানল ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে গাছপালা ও প্রাণীকুল। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫০ কোটি প্রাণী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা ইনডিপেন্ডেন্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন মতে, চলমান এই দাবানলে এখন পর্যন্ত ১৮ জন মানুষ মারা গিয়েছে। পুড়ে গেছে বারশ'র মত ঘর-বাড়ি। এর পাশাপাশি পরিবেশসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণীকুল। দাবানলে আক্রান্ত এলাকা ও এর আশে পাশের এলাকাগুলো থেকে দ্রুত পর্যটকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রেসকিউ টিম, ছবি: দ্যা ইনডিপেন্ডেন্ট

ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদরা জানিয়েছেন, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত স্তন্যপায়ী, পাখিসহ প্রায় ৪৮ কোটি সরীসৃপ প্রাণী মারা গেছে। তবে এর প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুড়ে গেছে বারশ'র মত ঘর-বাড়ি, ছবি: দ্যা ইনডিপেন্ডেন্ট

অস্ট্রেলিয়ার একটি বিলুপ্তপ্রায় প্রাণীর কোয়ালা। বিলুপ্তির ঝুঁকিতে থাকার কারণে এ প্রাণীটির বেশিরভাগই বাস করতো অস্ট্রেলিয়ার বনাঞ্চলে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়ালা এই দাবানলে মারা গেছে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে অসংখ্য প্রাণী পুড়ে মরে গেছে। অনেক পাখি মরে গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে।

দাবানলে লালবর্ণের হয়ে গেছে পুরো এলাকা, ছবি: দ্যা ইনডিপেন্ডেন্ট

উল্লেখ্য, কয়েক মাস ধরে চলমান এই দাবানলে বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। পুড়ে গেছে বারশ বাড়িঘর। আর ধ্বংস হয়েছে কয়েক লাখ হেক্টর জমি।

এ সম্পর্কিত আরও খবর