অস্ট্রেলিয়ায় আবার জরুরি অবস্থা জারি

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 14:33:59

থামছেই না অস্ট্রেলিয়ার দাবানল। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর পরিমাণ। চলমান এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস।

দাবানলের কারণে আবার জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউ সাউথ ওয়েলসে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই জরুরি অবস্থা জারি করেন রাজ্যটির প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিকলিয়ান।

তিনি বলেন, শুক্রবার স্থানীয় সময় ৮টা থেকে এই জরুরি অবস্থা লঘু হবে। আর স্থানীয় প্রশাসন চিহ্নিত এলাকার জনগণদের সরিয়ে নিতে কাজ করে যাচ্ছে এবং তাদের বাড়িঘর ও সম্পদ রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে নিউ সাউথ ওয়েলসের ২৬০ কিলোমিটার অঞ্চল ছেড়ে যেতে অঞ্চলটির নাগরিকদের নির্দেশ দেয় সরকারি কর্তৃপক্ষ। তীব্র গরম ও বাতাসের কারণে দাবানলের বিস্তৃতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: দাবানল থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে ঘরে এনে আশ্রয়

গত বছরের সেপ্টেম্বর থেকে চলে আসা এই দাবানলে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় এখন পর্যন্ত মারা গেছে ১৮ জন। এছাড়া পুড়ে গেছে বারশ'র মত ঘর-বাড়ি।

আরো পড়ুন: দাবানলে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী ২০০ বাড়ি পুড়ে ছাই

আর চলতি সপ্তাহে দাবানলে শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসে মারা গেছে সাতজন এবং নিখোঁজ হয়েছে কমপক্ষে ১৭ জন। এছাড়া নিউ সাউথ ওয়েলসে পুড়ে গেছে ৩৮১টি ঘর-বাড়ি। আর ভিক্টোরিয়ায় পুড়েছে ৪৩টি। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।

এদিকে দাবানলের ফলে অঞ্চলটির হাজার হাজার লোক সমুদ্র উপকূলের দিকে পালিয়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দাবানল থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে যাওয়ার জন্য রাস্তায় দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর