নতুন বছরে হংকংয়ে শত শত বিক্ষোভকারী গ্রেফতার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 14:35:35

হংকংয়ে চলমান বিক্ষোভে নতুন বছরের প্রথম দিন অন্তত চারশ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জুন থেকে গ্রেফতার বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ৭ হাজারে পৌঁছেছে।

বুধবার (১ জানুয়ারি) বিক্ষোভকারীদের আন্দোলনে পুলিশ বাধা দেয়। জলকামান, টিয়ার গ্যাস নিয়ে দাঙ্গাবাহিনী রাস্তায় সন্ধ্যা পর্যন্ত টহল দেয়।

ঊর্ধ্বতন তত্ত্বাবধায়ক লক-চান রয়টার্সকে বলেন, বেআইনি জমায়েত এবং বিক্ষোভের জন্য গ্রেফতার করা হয়েছে।

নতুন বছরে যখন আন্দোলনকারীরা প্রধান প্রধান সড়ক দখল করে নেয় ঠিক তখন এ গ্রেফতার কর্মসূচি চলে।

বিক্ষোভকারীরা ওয়ানচাই বার প্রদেশে একটি ব্যাংকের জিনিসপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করে হংকং পুলিশ। পরিস্থিতি সামলাতে সেখানেই প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে তারা।

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় হংকংয়ের পরিস্থিতি প্রেসিডেন্ট বলছেন তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ যে চীন বরদাস্ত করবে না।

এ সম্পর্কিত আরও খবর