মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির গড় তাপমাত্রা বেড়ে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়াবিদরা।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মঙ্গলবারের তাপমাত্রার পারদ ২০১৩ সালের ৭ জানুয়ারি রেকর্ড করা সর্বোচ্চ ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। সারাদেশের সর্বোচ্চ ঊষ্ণতার গড় করলেই তাপমাত্রার সঠিক মান পাওয়া যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশটি প্রচণ্ড খরা ও দাবানল মোকাবিলা করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিকে তাপমাত্রার তীব্রতা বাড়তে পারে। আর তা হলে আবার ভাঙবে সর্বোচ্চ ঊষ্ণতার রেকর্ড।শতাধিক দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। প্রাকৃতিক এ দুর্যোগে প্রধানমন্ত্রী স্কট মরিসনের প্রতিক্রিয়া এবং তার সরকারের নেওয়া জলবায়ু নীতি সমালোচিত হচ্ছে।