পল গগ্যাঁ'র চিত্রকর্ম নিলামে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 15:05:18

ফরাসি পোস্ট-ইমপ্রেশনবাদী চিত্রশিল্পী পল গগ্যাঁ'র একটি চিত্রকর্ম গত মঙ্গলবার প্যারিসে নিলামে উঠেছে।

এর মূল্য প্রায় সাড়ে নয় মিলিয়ন ইউরো (সাড়ে দশ মিলিয়ন মার্কিন ডলার)। সম্প্রতি রয়টার্স এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

‘টে বৌরাও ২’ নামক চিত্রকর্মটি ১৮৯৭ সালে আঁকা হয়, যখন গগ্যাঁ পলিনেশিয়ান দ্বীপ তাহিতিতে ছিলেন। এই চিত্রকর্মটি নয়টি চিত্রকর্মের সিরিজের একটি।

গগ্যাঁ ১৯৪৮ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি চিত্রকর, ভাস্কর, প্রিন্টার্স, সিরামিক, এবং লেখক হিসেবে প্রতীকী আন্দোলনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

১৯০৩ সালে মৃত্যুর পর তিনি চরম খ্যাতি লাভ করেন। এই চিত্রকর পাবলো পিকাসো ও হেনরি ম্যাটিসির মতো শিল্পীদের প্রভাবিত করেন। 

এ সম্পর্কিত আরও খবর