ভারতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১১

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-04 17:41:16

রাজস্থানের নগৌরে দুটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ১১ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোররাতে দুইটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু এবং চার মহিলাসহ মোট ১১ যাত্রী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, ভোররাত তিনটে নাগাদ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। যাত্রী বোঝাই মিনিবাস দুটি মহারাষ্ট্রের লাতুর ও শোলাপুর থেকে হরিয়ানার হিসারের উদ্দেশে রওনা দিয়েছিল। আধ্যাত্মিক গুরুর দর্শনে যাত্রীরা হরিয়ানা যাচ্ছিলেন বলেও জানা যায়। রাজস্থানের নগৌর জেলায় ঢুকতে দুর্ঘটনার কবলে পড়ে বাস দুটি। হনুমানগড় পেরনোর পর কুচামন শহরের কাছে হাইওয়েতে হঠাৎ একটি ষাঁড় এসে পড়ে মিনি বাসের সামনে। ষাঁড়টিকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসচালক। গাড়িটি রাস্তার ধারের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে পেছনে থাকা মিনিবাসটিও নিয়ন্ত্রণ হারায়।

এ ঘটনায় উদ্ধার কাজ চলমান। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ। 

এ সম্পর্কিত আরও খবর