সিয়াচেন হিমবাহে তুষারপাতে ভারতীয় সেনাসহ নিহত ৬

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-12 23:44:26

ভারত শাসিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহের উত্তরাংশে তুষারপাতে দেশটির চারজন সেনা সদস্য ও দুজন রক্ষীর মৃত্যু হয়েছে। একটি টহল দলের সদস্য ছিলেন ওই সেনারা, তুষারপাতের কবলে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

সোমবার (১৮ নভেম্বর) দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হিমালয় পর্বতমালার প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় টহল দেওয়ার সময় আট ব্যক্তি তুষারধসের কবলে পড়ে। পরে তাদের উদ্ধার করে সামরিক হাসপাতালে নেওয়া হলে ছয় জন মারা যায়।

বার্তা সংস্থা আইএএনএসকে এক পদস্থ সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনী ব্যাপক তল্লাশি অভিযান করছে এবং আটকে পড়া সেনাকর্মীদের উদ্ধারে কাজ চলছে। সমস্ত ধ্বংসস্তুপ থেকে বের করা হচ্ছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কারাকোরাম পর্বতমালার ২০ হাজার  ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহ। এটি সবচেয়ে উচ্চতম সেনা মোতায়েন করা এলাকা বলে পরিচিত। যেখানে সেনারা বরফ ও ঝড়ের কবল থেকে বাঁচতে লড়াই করে টিকে থাকে। শীতকালে এই হিমবাহে তুষারপাত এবং ধস খুবই স্বাভাবিক ব্যাপার। এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে।

এ সম্পর্কিত আরও খবর