দিল্লির বায়ু দূষণ পাকিস্তান-চীনের চক্রান্ত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 20:07:24

বায়ু দূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। এর ফলে বন্ধ করে দেওয়া হয়েছে প্রদেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হওয়ার জন্য নিষেধ করেছে রাজ্য সরকার। আর দিল্লির বায়ু দূষণের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করছে উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এএনআই কে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি।

তিনি বলেন, 'দিল্লিতে যে বিষাক্ত বাতাস বইছে তা হয়ত প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের চক্রান্ত। আমাদের ভয়ে আতঙ্কিত হয়ে তারা এমনটা করতে পারে বলে ধারণা আমার।' এ দিকে তার এই সন্দেহকে খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান তিনি।

বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি, ছবি:সংগৃহীত

এছাড়া তিনি আরও বলেন, 'দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গড়ায় পাকিস্তান আরও ঘাবড়ে গিয়েছে।' এ সময় তিনি ভারত ও পাকিস্তানের যুদ্ধ নিয়েও কথা বলেন।

এদিকে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, 'কৃষকরা দেশের মেরুদণ্ড। বায়ু দূষণের জন্য তাদেরকে কেজরিওয়াল যেভাবে দোষারোপ করেছে তা উচিৎ নয়।'

এ সম্পর্কিত আরও খবর