নওয়াজ শরীফকে বিষ প্রয়োগ, দাবি ছেলের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 05:09:56

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হত্যার উদ্দেশে বিষ প্রয়োগে করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে হুসাইন নওয়াজ।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক টুইট বার্তায় এ দাবি জানান লন্ডনে বসবাসরত নওয়াজ শরীফের ছেলে।

টুইট বার্তায় হুসাইন বলেন, 'আমার বাবাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এর ফলে তার প্লাটিলেট কমে গেছে। তবে তার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন, এর জন্য কে দায়ী।'

তিনি আরও বলেন, 'সুস্থ থাকা সত্ত্বেও হঠাৎ করে তার প্লাটিলেট এত নিচে কীভাবে নামে?' আর এর জন্য পাকিস্তান সরকারকে জবাবদিহি করতে হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাতে নওয়াজ শরীফের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ।

মেডিকেলের তথ্য অনুযায়ী, নওয়াজের রক্তের প্লাটিলেট লেভেল নিচে নেমে গিয়েছিল। যা এখন ১৬ হাজারে রয়েছে।

পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে জেলে রয়েছেন। দুর্নীতি মামলায় পাকিস্তানের আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন।

এ বিষয়ে নওয়াজ শরীফের দলের (পিএমএলএন) নেতা আতাউল্লাহ তারা পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, 'নওয়াজ শরীফের প্লাটিলেট ২ হাজার থেকে বেড়ে ২০ হাজারে এসেছে। তবে এখনো শঙ্কামুক্ত নয় বলে হাসপাতাল পক্ষ থেকে জানানো হয়।'

আর কর্তব্যরত চিকিৎসক বলছেন, 'তার অবস্থা গুরুতর। পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন।'

অন্যদিকে এ বিষয়ে দ্যা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) থেকে বলা হয়েছে, 'নওয়াজ শরীফের অবস্থা এখন স্থিতিশীল। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর