তুরস্কের হামলায় সিরিয়ায় ১০৯ সেনা নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 16:06:10

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের হামলায় ১০৯ সেনা নিহত হয়েছন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশটির রাজধানী আঙ্কারায় নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) সদস্যদের উদ্দেশে ভাষণে এ তথ্য জানান এরদোগান।

তিনি বলেন, 'অভিযানে আমাদের সমস্ত ইউনিট জড়িত রয়েছে এবং এখন পর্যন্ত ১০৯ জন সেনা নিহত হয়েছে।'

এর আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে সামরিক অভিযান শুরু করে তুরস্কের সেনারা। অভিযানে তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধ বিমান সিরিয়ার উত্তর-পূর্বঞ্চালে বোমা হামলা করেছে।

তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের টুইট বার্তায় জানিয়েছেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি টুইট বার্তায় বলেন, সিরিয়ার লোকজনকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করব। এদিকে বোমা হামলার ঘটনায় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলেও জানানো হয়। এ ঘটনায় স্থানীয়রা নিজেদের বাঁচাতে এলাকা ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছেন।

আরও পড়ুন: সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শুরু

এ সম্পর্কিত আরও খবর