ভারতের জনসন বেবি শ্যাম্পুতে ক্ষতিকর উপাদান!

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 15:39:42

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুল জনপ্রিয় কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরিকৃত বাচ্চাদের শ্যাম্পুতে ক্ষতিকর উপাদান পেয়েছে ভারতের রাজস্থান ভিত্তিক মাদক নিয়ন্ত্রণ সংস্থা। এ কারণে পুরো রাজ্য জুড়ে নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বাচ্চাদের জন্য তৈরিকৃত জনসন অ্যান্ড জনসনের প্রসাধনী সামগ্রীগুলো মানের দিক থেকে নিম্নপর্যায়ে। টেস্টিংয়ে তাদের পণ্য সন্তোষজনক নয়। ইতোমধ্যে একই কারণে আমেরিকায় বাতিল করা হয় জনসনের বিভিন্ন শিশু প্রসাধনী।

গত ৫ মার্চ রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে দুই ভাগে জনসনের বাচ্চাদের শ্যাম্পু সংগ্রহ করা হয়। দুই ভাগের পরীক্ষাতেই বাচ্চাদের শ্যাম্পুতে ক্ষতিকারক রাসায়নিক উপাদান পাওয়া যায়।

অবশ্য এর আগে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে জনসন অ্যান্ড জনসন কোম্পানি জানিয়েছিল, বাচ্চাদের জন্য তৈরিকৃত ট্যালকম পাউডারে ক্ষতিকর কোনো উপাদান খুঁজে পায়নি সরকারের নিয়ন্ত্রিত মাদক নিয়ন্ত্রণ সংস্থা। নিজেদের তৈরিকৃত পাউডারকে নিরাপদ বলার পরপরই শ্যাম্পুতে পাওয়া যায় ক্ষতিকর উপাদান।

উল্লেখ্য, এই একই কারণে আমেরিকায় ১১০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয় জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে।

 

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর