কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-26 08:49:40

ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গোমার উপকণ্ঠে দেশটির সেনা ও বিদ্রোহী গোষ্ঠী 'এম২৩'-এর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতে জাতিসংঘের ১৩ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীদের ৯ জনই দক্ষিণ আফ্রিকার।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলেছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেওয়ার সময় তাদের ৯ জন সৈন্য মারা গেছেন। অন্যদিকে নিহত বাকি শান্তিরক্ষীদের তিনজন মালাউইয়ান এবং একজন উরুগুয়ের সৈন্যও রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সহিংসতা বন্ধ করার জন্য বৈশ্বিক আহ্বানের মধ্যেই তিনি ডিআর কঙ্গো এবং রুয়ান্ডা নেতাদের সাথে কথা বলেছেন।

এদিকে যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে জাতিসংঘ সমস্ত অপ্রয়োজনীয় কর্মীদের গোমা থেকে সরিয়ে নিচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, এই সংঘাতে এখন পর্যন্ত দেশটির ৪ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই সংঘাতে তারা খুব ঝুঁকিতে আছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেন, আবার সংঘর্ষ শুরু হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি স্বাভাবিক না হলে পুরো অঞ্চলে তা ছড়িয়ে পড়বে।

ইতিমধ্যেই কঙ্গোর সীমান্তে জড়ো হচ্ছে রুয়ান্ডার সেনারা। তারা যে কোনও সময় কঙ্গোতে হামলা চালাতে পারে। বিদ্রোহের পেছনে সমর্থন দিচ্ছে বলে দেশটিকে অভিযুক্ত করেছে। এমন অবস্থায় ম্যাক্রোঁ শনিবার ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সাথে পৃথক ফোনকলে কথা বলার সময় লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

প্রসঙ্গত, বিদ্রোহীদের হামলায় পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর কিভুর সামরিক গভর্নর জেনারেল পিটার সিরিমওয়ামি শুক্রবার নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর