গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শুক্রবার মুক্তির জন্য জিম্মি চার নারী সেনার নাম ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যারা সবাই গাজা সীমান্তে একটি পর্যবেক্ষণ ইউনিটে কাজ করছিল। শনিবার (২৫ জানুয়ারি) এপির প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এপির প্রতিবেদনে বলা হয়, যারা মুক্তি পেতে যাচ্ছেন তারা সবাই ইসরায়েলি নারী সেনা । তারা হলেন- করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) ও লিরি আলবাগ (১৯)। ২৩ এর অক্টোবরে হামাসের ইসরায়েল আক্রমণের শুরুর দিকে তারা সবাই বন্দী হন এবং তখন থেকে বহির্বিশ্বের সাথে তাদের কোনও যোগাযোগ ছিল না। তারা প্রায় ১৫ মাস ধরে হামাসের কাছে জিম্মি ছিল ।
ইসরায়েলি ৪ মুক্তির বিপরীতে ইসরায়েলে আটক ১৮০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়ার কথা ইসরায়েরের পক্ষ থেকে জানানো হয়।
ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে জানানো হয়েছিল মুক্তি প্রাপ্তদের মধ্যে যেন আরবেল ইহুদ থাকে। তবে হামাসের প্রকাশিত জিম্মি মুক্তির তালিকায় নাম নেই আরবেল ইহুদের । ইসরায়েল দ্বিতীয় দফায় তার মুক্তির প্রত্যাশা করেছিল।
হামাস- ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে এ ধরনের দ্বিতীয় বিনিময়। চুক্তির অধীনে, প্রথমে নারী বেসামরিক নাগরিক, তারপর নারী সৈন্য, তারপর বয়স্ক এবং তারপর যারা অত্যন্ত অসুস্থ বলে মনে করা হবে, তাদের মুক্তি দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টায় হামাস- ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ওই দিন হামাস তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়ার বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।