যুদ্ধ বন্ধে আলোচনায় না বসলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেবে ট্রাম্প

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-22 15:01:55

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা না করলে নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্প জানান , প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা না করে তাহলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্প বলেন, আমাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা হয়েছে, আমরা দ্রুতই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কথা বলতে যাচ্ছি।

ট্রাম্প আরও বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও চাপ দিয়েছিলেন।

ইউক্রেনকে সহযোগিতা করার প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও দেখছে। ইউক্রেনকে সমর্থন করতে ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে রাশিয়া- ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে চীনের অসহযোগিতার নিন্দা জানান।

ট্রাম্প বলেন, চীনের ক্ষমতা থাকা সত্বেও যুদ্ধ বন্ধে চীন প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

উল্লেখ্য,২৪ এর নির্বাচনী প্রচারণায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে বিভিন্ন বিষয়ের সঙ্গে নতুন করে রাশিয়াকে ইউক্রেন ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

এ সম্পর্কিত আরও খবর