হাজারের বেশি কর্মকর্তাকে বহিষ্কারের হুমকি ট্রাম্পের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-21 17:31:30

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগত বাইডেন প্রশাসনের হাজারেরও বেশি কর্মকর্তাকে বহিষ্কারের হুমকি দেন। ইতিমধ্যে ৪ কর্মকর্তাকে বহিষ্কারও করেছেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে বহিষ্কৃত চার কর্মকর্তার নাম ও পদবী উল্লেখ করে বলেন, বিগত বাইডেন প্রশাসনের ৪ জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। অদূর ভবিষ্যতে আরও হাজার খানেক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে।

বহিষ্কৃত এই ৪ কর্মকর্তারা হলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের খেলাধুলা, শারীরিক ফিটনেস এবং পুষ্টি বিষয়ক কাউন্সিলের সদস্য জোসে অ্যান্দ্রেজ, জাতীয় অবকাঠামো বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মার্ক মিলেই, সরকারি থিংকট্যাংক সংস্থা উইলসন সেন্টার ফর স্কলার্সের প্রধান নির্বাহী ব্রায়ান হুক এবং প্রেসিডেন্টের রপ্তানি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য কেইশা ল্যান্স বটমস।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, বিগত প্রশাসনের এক হাজারেরও বেশি কর্মকর্তা, যারা আমাদের লক্ষ্য অর্থাৎ 'মেইক আমেরিকা গ্রেট এগেইন' এর সঙ্গে ভিন্নমত পোষণ করে তাদেরকে শনাক্ত ও ছাঁটাই করা হবে। ইতিমধ্যে তাদেরকে শনাক্ত ও ছাঁটাইয়ের কাজ শুরু করা হয়েছে।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প সরকারি বিভিন্ন ব্যয় ও বিভিন্ন দফতরের জনবল কমানোর পাশাপাশি সরকারি কাজে দক্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্পের প্রতিশ্রুতি যদি পুরোপুরি পালন করা শুরু হয়, তাহলে আগামী সময়ে যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা আছে।
এছাড়াও নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যেসব প্রতিশ্রুতির আশ্বাস দিয়েছিলেন তার অংশ হিসেবে শপথ গ্রহণের প্রথম দিনেই তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেন।

এ সম্পর্কিত আরও খবর