রাশিয়া ইরানের ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-18 12:04:52

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া সফরে বিশেষ একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা যায়। শুক্রবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার (১৭ জানুয়ারি) বিশেষ এক ফ্রাইটে মস্কো পৌঁছান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। অনুষ্ঠিত সেই বৈঠকে ২০ বছর মেয়াদি ঘনিষ্ঠ বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করবে ইরান ও রাশিয়া। দুই দেশের এই চুক্তির ফলে পশ্চিমা দেশগুলোতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জুলাইয়ে ইরানের ক্ষমতায় আসার পর এটা পেজেশকিয়ানের প্রথম ক্রেমলিন সফর। তার কাছে এই সফর একটি তাৎপর্যপূর্ণ সফর হতে যাচ্ছে। সফরকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে পুতিনের সাথে আলোচনার কথা রয়েছে পেজেশকিয়ানের ।

সফর নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে তা বিশ্বকে আরও বেশি ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত’ করবে। ক্রেমলিন গত সোমবার (১৩ জানুয়ারি) এক ঘোষণায় জানায়, ইরানের প্রেসিডেন্টের রাশিয়া সফরকালে একটি চুক্তি সই হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে 'সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি' হবে।

চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইরানের রাশিয়া বিশেষজ্ঞ এবং প্রখ্যাত রাজনৈতিক বিজ্ঞানী অধ্যাপক রুহুল্লাহ মুদাব্বির বলেছেন, নতুন এই চুক্তির ফলে দু দেশের মধ্যে সু-সম্পর্ক বৃদ্ধি পাবে, একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে। চুক্তিতে উভয় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি বিশেষভাবে নজরে রাখা হয়।

এ সম্পর্কিত আরও খবর