ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পেল গাজার যুদ্ধবিরতি চুক্তি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-17 20:16:06

গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। 

শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদেন এই খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ‍যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির অনুমোদন করে ইসরায়েল সরকারকে গ্রিন সিগন্যাল দিতে বলেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। 

প্রাতিষ্ঠানিক বিৃবতির মাধ্যমে জানানো হয়েছে, সকল রাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক দিক পর্যালোচনা করার পর, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা সরকারকে প্রস্তাবিত কাঠামো অনুমোদন করার সুপারিশ করছে।

২০২৩ সালে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে ১৫ মাস ধরে গাজায় একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে নারী-শিশুসহ প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি মারা গেছে। 

এ সম্পর্কিত আরও খবর