ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-19 13:07:34

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ক্যাফে এবং কারাওকে বারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ১১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দু’জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা ৭ জনকে জীবিত অবস্থায় বের করেছে। যাদের মধ্যে দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বুধবার রাত ১১টার দিকে একটি বহুতল ভবন থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেবানো এবং আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা করছে। কিন্তু ঘটনাস্থলে অনেক ভিড় থাকায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে।

প্রত্যক্ষদর্শীর এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুন লাগার পর অনেক লোককে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে। কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তাদের কাছে যাওয়া যায়নি। 

ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তারা একজন ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি বারের কর্মীদের সাথে বিরোধের পরে ভবনের নিচতলায় আগুন লাগিয়েছে বলে স্বীকার করেছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে চার শিশুসহ ৫৬ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়।

এ সম্পর্কিত আরও খবর