ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (আরবিআই) এক ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেয়া হলো।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির গণমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।
পুলিশের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
এ হুমকির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
মুম্বাই পুলিশের জোন-১'র উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) ডাঃ প্রবিন মুন্ধে জানিয়েছেন, “ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি হুমকিমূলক ই-মেইল পাওয়া গেছে। ই-মেইলটি রাশিয়ান ভাষায় ছিল। মেইলটিতে ব্যাংক উড়িয়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় অজ্ঞাত অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
এদিকে ভারতের দিল্লির ৬টি স্কুলে শুক্রবার সকালে ফের বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দুই দফায় দিল্লির স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটলো।