গাজার হাসপাতালগুলোয় মৃত্যু ঝুঁকিতে রোগীরা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-11 16:02:51

গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়া হাসপাতালে কয়েক ডজন আহত রোগী খাদ্য ও পানির অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়টি জানায়, গাজার উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়া হাসপাতালে ৬০ জন রোগী মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গাজার হাসপাতালগুলোতে মানবিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের বাধার কারণে হাসপাতালগুলোতে মৌলিক চিকিৎসাসামগ্রী না পৌঁছাতে ব্যাহত হচ্ছে। এতে সেখানে চিকিৎসা নেওয়া রোগীরা কঠিন পরিস্থিতির দিকে চলে যাচ্ছে।

হাসপাতালটি গাজার উত্তরের বেইত লাইয়ায় অবস্থিত। গত বছরের অক্টোবর থেকে এটি ইসরায়েলি বাহিনীর অবরোধে কঠিন নিয়ন্ত্রণে রয়েছে।

গত ২৪ ঘণ্টার আপডেটে মন্ত্রণালয়টি আরও জানায়, এ সময়ে ২৮ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক পরিবারেরই চারজন রয়েছে।

ইসরায়েলের অবরোধের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের কাছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। এতে পরিস্থিতি আরও ভয়াবহের দিকে যাচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে। এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ১৮৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর