পুরোনো শাসন সিরিয়ায় আর নয়: আল-জোলানি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-10 01:41:12

পুরোনো শাসনকে সিরিয়ায় আর ফিরিয়ে আনা হবে না বলে জানিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম'র (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।

সোমবার (৯ ডিসেম্বর) দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি'র সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আল-জোলানি বলেন, পুরোনো ক্ষমতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এর পুনরাবৃত্তি আর সিরিয়ায় হতে দেয়া যাবে না।

তিনি আরও বলেন, “তরুণরা এর মধ্যে দিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। তারা এটি প্রাপ্য ছিলো।

"ইদলিব ছোট এবং এর কোনো সম্পদ নেই, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমরা বিগত সময়ের মধ্যে বড় কিছু অর্জন করতে পেরেছি। আপনি তরুণদের অভিজ্ঞতা দেখতে পাবেন, এটি একেবারে শূন্য নয়। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, তাদের অভিজ্ঞতা উচ্চ স্তরের সাফল্য এনে দিয়েছিল। তবে, আমরা পুরানো শাসনের মতো আর কোনো শাসন এদেশে চাই না। আমরা আমাদের অস্তিত্বের সদ্ব্যবহার করবো।"

উল্লেখ্য, গত রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক থেকে পালিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর