সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন: হোয়াইট হাউস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-08 12:13:05

সিরিয়ায় দুই যুগের বেশি সময় ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটেছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা।

রোববার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার 'নজিরবিহীন' পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশ ছেড়ে বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা জানায়, তারা রাজধানী দামেস্কের দখল নিয়েছে। পতন হয়েছে সাবেক স্বৈরশাসকের।

এসব ঘটনার পরই এই বার্তা দেয় হোয়াইট হাউস।

বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দি ও বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন।

এদিকে, রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দিকে মুক্ত করেছে বিদ্রোহীরা। সিরিয়া বিভিন্ন শহর থেকে হিজবুল্লাহ বাহিনী তাদের সেনা প্রত্যাহার করেছে। এই পরিস্থিতিকে একজন বিশ্লেষক '৫৪ বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মূহুর্ত' হিসেবে বিবিসির কাছে বর্ণনা করেছেন।

বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে- এমন ঘোষণা দেওয়ার পরপর প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর পাওয়া যায়, কিন্তু শুরুতে সে খবর অস্বীকার করা হয়েছিল। তিনি চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও তার দল সিরিয়ার নজিরবিহীন ঘটনাগুলোর ওপর নজর রাখছেন। তিনি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।

এ সম্পর্কিত আরও খবর