অজানা গন্তব্যের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন আসাদ: বিবিসি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-08 09:29:23

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছে বিবিসি। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে রোববার (৮ ডিসেম্বর) সকালে এ তথ্য জানায় বিবিসি।

রয়টার্স দেশটির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন।

তবে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এসওএইচআর ওয়ার মনিটর বলেছে, দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমান সম্ভবত আসাদকে বহন করেছিল।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) আসাদের পালানোর খবরকে অস্বীকার করে প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান করছেন।

প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রসিডেন্ট বাশার আল-আসাদের চলে যাওয়ার খবর মিথ্যা ও গুজব। তিনি দামেস্কেই আছেন এবং তাঁর দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন।

এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, "আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।"

সিরিয়ার রাজধানীর এক ভিডিও আল জাজিরা যাচাই করেছে। সংবাদমাধ্যমটির সাংবাদিকরা বলছে, সৈন্যরা শহর ছেড়ে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখানে এখন গুলির শব্দও শোনা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর