দামেস্কে প্রবেশ করার দাবি বিদ্রোহী গোষ্ঠীর, চলছে গোলাগুলি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-08 10:36:54

সিরিয়ার রাজধানীর দামেস্কে ঢুকে পড়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্র দলগুলো। এই মুহূর্তে রাজধানীতে গোলাগুলি চলছে বলেও আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।

রোববার (৮ ডিসেম্বর) আল জাজিরা এ তথ্য জানায়।  

এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, "আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।"

সিরিয়ার রাজধানীর এক ভিডিও আল জাজিরা যাচাই করেছে। সংবাদমাধ্যমটির সাংবাদিকরা বলছে, সৈন্যরা শহর ছেড়ে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখানে এখন গুলির শব্দও শোনা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর