শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশু ও নারীসহ নিহত ২০

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-07 08:07:50

মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ছয় শিশু ও পাঁচ নারীসহ ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা ওয়াফা প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ছয় শিশু ও পাঁচ নারীসহ ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। 

এদিকে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ইসরায়েলি ড্রোন হামলার পরে কামাল আদওয়ান হাসপাতালের রোগী এবং কর্মীরা রক্তাক্ত হয়ে গেছে।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার জেবিল শহরের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৬১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৫ হাজার ৮৩৪ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।

এ সম্পর্কিত আরও খবর