সতর্কতা ছাড়াই উত্তর গাজার হাসপাতালে হামলা, নিহত ৪

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-06 17:31:12

গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটির চার কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) এ হামলা চালানো হয়। 

হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়ার উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে চারজন কর্মী নিহত হয়েছে।

এই এলাকার সবশেষ কার্যকরী স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে একটি কামাল আদওয়ান হাসপাতাল

তিনি জানান, "হাসপাতালের উত্তর ও পশ্চিম দিকে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। এর সঙ্গে প্রচণ্ড গুলিও চালানো হয়েছে।"

এদিকে এ হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনো সতর্কতা বা অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয় নাই বলে জানিয়েছেন ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন।

পিপারকর্ন বলেছেন, "গাজা জুড়ে প্রায় ১২ হাজার রোগীর এখনও অন্যত্র নিয়ে চিকিৎসা সেবা দেয়া প্রয়োজন। কিন্তু মাত্র ২৭ জনকে হাসপাতালটি থেকে সরানো সম্ভব হয়েছে।"

উল্লেখ্য, এক সপ্তাহ আগে হাসপাতালটিতে ইন্দোনেশিয়ান একটি জরুরি মেডিকেল টিমকে চিকিৎসা দেওয়ার অনুমতি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এরপর এমন হামলার ঘটনাটি উদ্বেগের জন্ম দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর