হোয়াইট হাউস দখলে ট্রাম্পের অপেক্ষা আরও ৭৪ দিন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-07 14:21:57

আমেরিকার ইতিহাসে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন একটু বিশেষই বলা যায়। কারণ এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট পেয়েছেন মার্কিনীরা। জয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

গতকাল মঙ্গলবারের নির্বাচনে তিনি জিতলেও এখনই হোয়াইট হাউজের দখলে যেতে পারবেন না। তারজন্য তাঁকে অপেক্ষা করতে হবে আরও ৭৪ দিন অর্থাৎ আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের রেওয়াজ অনুযায়ী আগামী জানুয়ারী মাসে ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন। যদিও তিনি এখন নির্বাচিত কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নন। তার ওভাল অফিসে যেতে দুই মাসেরও বেশি সময় লাগবে। সেটা আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত।

গণমাধ্যমটি আরও জানায়, ট্রাম্পের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনই থাকবেন। কিন্তু তাঁকে রাজনৈতিক সীমাবদ্ধতায় থেকে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে।

আটলান্টিক পারের দেশগুলোতে এ নিয়ম অনেক আগে থেকেই প্রচলিত। দেশগুলোতে নির্বাচিত প্রার্থীদের ক্ষমতাগ্রহণে কয়েক মাস অপেক্ষায় থাকতে হয়। কিন্তু যুক্তরাজ্যে এর ব্যতিক্রম। দেশটিতে নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেন।

এ সম্পর্কিত আরও খবর