সিনেটে সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি নিম্নকক্ষেও ট্রাম্পের দল এগিয়ে

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-06 15:42:00

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ভোট গণনা শেষ হওয়ার আগেই, প্রতিদ্বন্দ্বীদের সাথে রিপাবলিকান প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান তাদের জয় নিশ্চিত করে।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মার্কিন সিনেট এবার রিপাবলিকানদের দখলে যাচ্ছে। প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যে সিনেটের ১০০ আসনের মধ্যে ৫১টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা, আর ডেমোক্র্যাটরা পেয়েছে ৪২টি আসন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, সিনেট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ৫১টি আসন রিপাবলিকানদের হাতে গেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানরা আরও কয়েকটি রাজ্যে জয়ী হওয়ার সম্ভাবনা দেখছে, যা সিনেটে তাদের আসন আরও বাড়াতে পারে। ফলে, ডেমোক্র্যাটদের পক্ষে সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব নয় বলেই ধারণা।

তবে শুধু কংগ্রেসেরে উচ্চকক্ষ সিনেটই নয়, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টিটিভসের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্রেটদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ১৮২টিতে এগিয়ে থাকার আভাস মিলেছে দলটির। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে ১৫১টিতে।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭টি । অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। এখন পর্যন্ত বাকি আছে ৩৫টি ইলেকটোরাল কলেজ ভোট।

এদিকে, ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। আরও বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে, বলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর