কমলার জয়ের জন্য ভারতে প্রার্থনা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-05 17:12:18

গোটা বিশ্বের চোখ এখন মার্কিন নির্বাচনের দিকে। কিন্তু এই নির্বাচনের জোয়ার এবার একটু ভিন্নভাবে লেগেছে ওয়াশিংটনের ১৩ হাজার কিলোমিটার দূরে ভারতের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে।

ইতিহাস তৈরির হাতছানি থাকা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য মঙ্গলবার (৫ নভেম্বর) বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন ওই গ্রামের বাসিন্দারা। কারণ তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে বহু বছর আগে জন্ম নিয়েছিলেন পিভি গোপালান, কমলা হ্যারিসের নানা।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত কমলার মা শ্যামলা গোপালন তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন পেশায় ক্যানসার গবেষক। পাশাপাশি তিনি নাগরিক অধিকার আন্দোলনেও সক্রিয় ছিলেন। জ্যামাইকান-আমেরিকান অর্থনীতিবিদ বাবা ডোনাল্ড জ্যাসপার হ্যারিস ছিলেন অর্থনীতিবিদ।

তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামের অধিবাসী জি মানিকানদার বলেছেন, আমাদের ভারতীয় তথা তামিলনাড়ুর কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নিশ্চিতভাবেই, তিনি নির্বাচনে জয়ী হবেন।

হ্যারিসের সাফল্য কামনায় মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি জিতলে এরপর উৎসবের আয়োজন করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হ্যারিসের ছবি হিন্দু দেবতাদের মূর্তির পাশে রেখে পুরোহিতরা প্রার্থনা এবং ফুলের পাপড়ি দিচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর