গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৪৫

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-27 11:16:01

উত্তর গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

এ হামলার পর দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) গাজা উপত্যকায় নৃশংসভাবে মানুষ হত্যা বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে।

রোববার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, ইসরায়েল উত্তর গাজার বেইট লাহিয়া এলাকায় হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যা করেছে।

এ হামলার পর দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় নির্মমভাবে মানুষ হত্যা বন্ধে উদ্যোগ গ্রহণ করতে।

এদিকে, শনিবার ইরানের রাজধানী তেহরান, খুজেস্তান ও ইল্লাম প্রদেশের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলায় ইরানের ৫ সেনা নিহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস হামলা চালালে ১ হাজার ১শ ৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২শ ইসরায়েলি নাগরিককে জিম্মি করে নিয়ে যায়।

অপরদিকে, ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত ৪২ হাজার ৮শ ৪৭ জন নিহত ও ১ লাখ ৫শ ৪৪ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর