মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-27 08:56:42

মেক্সিকোর জাকাতেকাসে মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে।

রোববার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী ওই বাসটিতে পেছন থেকে একটি ট্রাক্টর ট্রেইলার ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। মূলত ট্রাক্টর-ট্রেলারের পেছনের ওই অংশটি আলগা হয়ে গিয়েছিল।

জাকাতেকাস প্রদেশের গভর্নর ডেভিড মনরিয়াল দুর্ঘটনার পরপরই ২৪ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন। তবে প্রাদেশিক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে দুর্ঘটনায় নিহতের এই সংখ্যাটি সংশোধন করে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বলেছে, তারা ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেফতারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন। 

রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটি চিহুয়াহুয়া প্রদেশের মার্কিন-মেক্সিকো সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুসারে, ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনও অভিবাসী নেই।

এ সম্পর্কিত আরও খবর