মিয়ানমারে নৌকাডুবিতে মৃত ৭, নিখোঁজ ৩০

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-21 17:38:41

চলমান যুদ্ধ থেকে পালাতে গিয়ে আন্দামান সাগরে নৌকাডুবিতে মিয়ানমারের ৭ নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০ জন নিখোঁজ রয়েছেন এবং ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

রোববার রাত ৯টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

সোমবার (২১ অক্টোবর) মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, রোববার রাতে মিয়ানমারের দক্ষিণাঞ্চল তানিনথারি এলাকার কিয়াউক কর দ্বীপের কাছাকাছি এলাকায় ৭০ থেকে ৭৫ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয়রা ৩০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্তত ৩০ জনকে খুঁজে পাওয়া যায়নি।

খবরে আরও বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের চলমান যুদ্ধ থেকে বাঁচতে অনেকেই নৌকায় করে পালানোর চেষ্টা করেন। এসময় নৌকায় তাদের গৃহস্থালি সামগ্রীও ছিল। সেইসঙ্গে সাগরে অনেক ঢেউ ছিল বলেন স্থানীয়রা জানিয়েছেন।

তবে ঠিক কী কারণে নৌকাটি ডুবে গেছে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি এবং ঘটনার বর্ণনা দিলেও জান্তার হাতে আটকের ভয়ে কেউ তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, কিয়াউক কর মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে ৫শ ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এ সম্পর্কিত আরও খবর