ইউক্রেনের ১১০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-20 13:09:46

শনিবার দিনগত রাতভর রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১শ ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার (২০ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ১শ ১০টি হামলা প্রতিহত করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় জানায়, মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১শ ১০টি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা। এর মধ্যে কুর্স্ক অঞ্চলে ৪৩টি, লিপটেস্ক, ১৮টি ওরিয়ল এবং একটি মস্কোর আকাশে ১টি, নিঝনি, বেলগোরোড এবং ব্রিয়ানস্কি অঞ্চলে ২১টি ড্রোন হামলা প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, তারা নিয়মিত ইউক্রেনের ড্রোন হামলা প্রতিরোধ করে আসছে।

অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার তেল কেন্দ্রকে লক্ষ করে ড্রোন হামলা করেছে। 

এ সম্পর্কিত আরও খবর