ভারতে ফ্লাইওভারে দুই ট্রাকের সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৫

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-14 15:12:36

ভারতের কানপুরের একটি ফ্লাইওভারে দ্রুতগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও বাকি চারজন কলেজ শিক্ষার্থী বলে জানা যায়।

সোমবার (১৪ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের কানপুরের রুমা-ভাউন্টি ফ্লাইওভারে দ্রুতগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও চার শিক্ষার্থীর মৃত্যু হয়।
মৃত চার শিক্ষার্থীর পরিচয় জানা গেলেও চালকের পরিচয় এখনো জানা যায়নি।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (পশ্চিম) রাজেশ কুমার সিং জানিয়েছেন, ওই চার শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তারা প্রাণবীর সিং ইনস্টিটিউট অফ টেকনোলজির উদ্দেশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন। যাওয়ার পথে পানকিতে পৌঁছানোর পরই তাদের গাড়ি দুইটি ট্রাকের মাঝখানে পরে দুমড়ে-মুচড়ে যায়।

ভয়াবহ এ দুর্ঘটনায় চার শিক্ষার্থী ও চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাক দুটির চালকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ট্রাক দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর