সিঙ্গাপুরে প্রথম দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রীর বিচার শুরু!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-24 11:45:59

দুর্নীতির অভিযোগে সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী এস. ঈশ্বরণের বিচার শুরু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটির একটি আদালতে তার বিচার শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এস. ঈশ্বরণের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি সিঙ্গাপুরের ধনকুবের ব্যবসায়ী অং বেং সেং-কে অর্থের বিনিময়ে বাণিজ্যিক সুবিধা দিয়েছিলেন। তার বিরুদ্ধে মোট ১৫টি অভিযোগ গঠন করা হয়েছে।

এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুরে মন্ত্রী-এমপিদের দুর্নীতির দায়ে গ্রেফতার-বিচারের মুখে পড়ার ইতিহাস বেশ বিরল।

এর আগে ১৯৮৬ সালে সিঙ্গাপুরের তৎকালীন জাতীয় উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, তবে তাকে বিচার পর্যন্ত নেওয়া যায়নি।

আদালতে বিচার শুরুর আগেই মৃত্যু হয়েছিল তার। সেই হিসেবে এস ঈশ্বরণই সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম মন্ত্রী, যাকে দুর্নীতির অভিযোগে আদালতের বিচারের মুখে পড়তে হয়েছে।

ঈশ্বরণ অবশ্য তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তার পক্ষে লড়ছেন সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ আইনজীবী দাভিন্দর সিং, অন্যদিকে রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাই ওয়েই শায়ং।

এ সম্পর্কিত আরও খবর