রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল বেলগোরডে জরুরি অবস্থা জারি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-14 14:17:47

ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল রাশিয়ার বেলগোরডে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের অগ্রসর হওয়ার পরিপ্রেক্ষিতে এ জরুরি অবস্থা জারি করা হয়।

বুধবার (১৪ আগস্ট) বেলগোরডের গভর্নর ভিয়াচেশ্লাভ গ্লাডকভের বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।
খবরে বলা হয়, ইউক্রেনের ক্রমাগত বোমা হামলার পরিপ্রেক্ষিতে এ জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় বেলগোরডের গভর্নর ভিয়াচেশ্লাভ গ্লাডকভ বলেন, বেলগোরডের অবস্থা বেশ জটিল আকার ধারণ করেছে। এর পাশের অঞ্চল কুর্কে ইউক্রেনের সেনাবাহিনী হামলা করেছে।

তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী রোজ বোমা হামলা করে বাড়িঘর ধ্বংস করছে। অনেক নাগরিক নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ আগস্ট) আমরা বেলগোরড অঞ্চলে জরুরি অবস্থার জারির সিদ্ধান্ত নিয়েছি। এজন্য ফেডারেল সরকারের প্রতি জরুরি অবস্থা জারির আবেদন জানিয়েছি আমরা।

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাদের হটিয়ে দেওয়ার পর ৬ আগস্টের পর হঠাৎ করেই ইউক্রেনের হাজার হাজার সেনাসদস্য কুর্স্কে প্রবেশ করে হামলা শুরু করে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি বলেছেন, আক্রমণাত্মক হয়ে রাশিয়ার অঞ্চল দখল নেওয়া আমাদের লক্ষ্য নয়। এটি রাশিয়াকে শান্তির পথে আসতে বাধ্য করা।

মঙ্গলবার কিয়েভ ঘোষণা করে, ইউক্রেনের সেনাবাহিনী কুর্স্কের ৭৪টি বসতি দখল করে নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তারা ৪০ কিলোমিটারেরর বেশি জায়গায় অগ্রসর হয়েছে।

বেলগোরড অঞ্চল ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার ৪০ কিলোমিটার ভেতরে সেভেরেস্কি ডোনেটস নদীর তীরে অবস্থিত। এর লোক সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯শ ৭৮ জন।

এ সম্পর্কিত আরও খবর